সোমবার বাড়তে পারে শীত

0

আবহাওয়া অধিদপ্তর বলেছে, সোমবার আবার দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কমে শীত কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সব মিলিয়ে শীতের অনুভূতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই আজ।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী মঙ্গলবার বা পরদিন বুধবার থেকে দিন-রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি খানিকটা বাড়তে পারে। বুধ বা বৃহস্পতিবার দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে। তবে বিস্তৃত পরিসরে শৈত্যপ্রবাহ আসতে পারে আগামী ১৯ বা ২০ জানুয়ারি থেকে। 
 
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে দিনের বেলা শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে মঙ্গল বা বুধবার থেকে মূলত দিন ও রাতের তাপমাত্রা কমে শীত খানিকটা বাড়তে পারে।

বুধবার দেশের দু-একটি অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহও থাকতে পারে। ১৯ বা ২০ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ কিছুটা বিস্তৃত পরিসরে আসতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা কম।’
 
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here