সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0

প্রতারণা মামলায় বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন  ভারতের পাঞ্জাবের লুধিয়ানার এক আদালত।

এই মামলায় সোনু প্রতারক কিংবা প্রতারিত কোনোটিই নন, সাক্ষী। মামলায় এক নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্যগ্রহণের জন্য আদালত কয়েকবার তাকে তলব করেছিল। একবারও হাজির না হওয়ায় এবার তার বিরুদ্ধে এই হুলিয়া।

এই আদেশ দিয়েছেন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর।

সম্প্রতি লুধিয়ানা আদালতে একটি মামলা দায়ের হয়। যেখানে রাজেশ খান্না নামে এক আইনজীবী একটি আর্থিক জালিয়াতির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।  

জানা গেছে, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ‌‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে বলেন। সেই মামলায় সোনুকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তিনি আদালতে হাজিরা দিতে যাননি। পরে বিচারক তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তবে এই গ্রেফতারি পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই নিজের অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু। তিনি জানান যে, এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক বা সংযোগ নেই। ইতোমধ্যেই আইনজীবীর মাধ্যমে যা করণীয়, করা হয়েছে।  

এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি আরেকটি বিবৃতি দেবেন বলে জানিয়েছেন অভিনেতা। এও স্পষ্ট করেছেন যে, এই বিনিয়োগের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। কোনোভাবে যুক্তও নন।

অভিনেতার মতে, অপ্রয়োজনীয় কারণে, শুধু সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য এটি করা হয়েছে। তিনি বলেন, এটা দুঃখজনক যে তারকারা সফট টার্গেটে পরিণত হয়েছে, আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here