সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

0

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার গাজী আমজাদ হোসেন শ্রীরামপুর গ্রামের গাজী ছলিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আমজাদ হোসেন সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁ পৌরসভার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মৃত্যু হলে যুগ্ম সম্পাদক গাজী আমাজাদ হোসেন দায়িত্ব নেন। বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের হত্যা মামলায় তার নাম থাকায় আত্মগোপনে ছিলেন।

ওসি আব্দুল বারী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গাজী আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here