সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

0
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তায়েব শিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত তায়েব শিকদার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার বাসিন্দা এবং আলাউদ্দিন শিকদারের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তায়েব শিকদারের নেতৃত্বে বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় সংঘর্ষে কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ নিহত হন। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনি একাধিক হত্যা মামলার আসামি।

আরও জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যান। এরপরও বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিল বের করার অভিযোগ রয়েছে। সর্বশেষ সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তায়েব শিকদারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সোনারগাঁ থানাপুলিশের হেফাজতে। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here