সোনারগাঁয়ে বিপুল ইয়াবাসহ ৪ কারবারি গ্রেফতার

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় ৪৭ হাজার ৪০০ ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহ হলে একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামতে বলা হয়। কিন্তু তারা না থেমে পালানোর চেষ্টা করে। পরে তাদের তল্লাশি করে ৪৭ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা অনেক দিন থেকেই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। চারজনকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। পরে তাদের জিজ্ঞাসাবাদে এনে এ ঘটনায় আর কারা জড়িত ও কারা টাকা লগ্নি করে এসব তথ্য বের করে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here