সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত একটি লাশ ভেসে উঠেছে। গত বুধবার উপজেলার বালিয়াতলী মাঝেরচর গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদে এ মৃতদেহটি ভেসে ওঠে। বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দুরে সোনারাগাওঁ এলাকায় তিন দিন আগে চার ডাকাত গণপিটুনিতে নিহত হয়। সেই সময় এক ডাকাতকে গণপিটুনি দিয়ে বিলের পানিতে ফেলে দেয়ার কথা শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত লাশটি ওই ব্যক্তির।
নারায়ণগঞ্জ অতিরিক্তি পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসাইন জানান, নৌ পুলিশ একটি ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার করেছে। শোনা যাচ্ছে লাশটি ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত কোনো এক ব্যক্তির। তবে তদন্তের আগে এ বিষয়ে মন্তব্য করতে রাজী হয়নি পুলিশের ওই কর্মকর্তা।