সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থী মীম হত্যায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

0
সোনারগাঁয়ে কলেজ শিক্ষার্থী মীম হত্যায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সায়মা আক্তার মীম (২২) হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রায় আধা ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের ঢাকাগামী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে, তারা কলেজের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জানা যায়, নিখোঁজের চারদিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি সায়মা আক্তার মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীম পাবনা জেলার সুজানগর উপজেলার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনার পর নিহতের মামা খোকন শেখ সাগর বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। পরে পুলিশ নিহতের স্বামী রায়হানকে গ্রেফতার করে। পরদিন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেন রায়হান।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা অবরোধ তুলে নেন।

তিনি আরও জানান, কলেজ শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত স্বামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here