সোনারগাঁয়ে অভিযান, ৫২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

0
সোনারগাঁয়ে অভিযান, ৫২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে প্রশাসন। এ সময় দুই প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর রাজস্ব সার্কেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজা তাছনিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সোনারগাঁ থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (ধারা ৬ক লঙ্ঘন ১৫(১)) অনুযায়ী, বিসমিল্লাহ প্যাকেজিং থেকে ৪৯০ কেজি পলিথিন জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা, এবং মেসার্স আরাফ স্টোর থেকে ৩৬ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে প্রশাসন জানায়, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here