সোনারগাঁয়ে অবৈধ ৩টি চুনা কারখানা উচ্ছেদ

0
সোনারগাঁয়ে অবৈধ ৩টি চুনা কারখানা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি অবৈধ চুনা কারখানা উচ্ছেদ করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার পিরোজপুর, আষাঢ়িয়ার চর ও মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়।

স্পট-১ এ সোনারগাঁ ইকোনমিক জোনের গেটের পশ্চিম পাশে (মক্কাফুড সংলগ্ন) পিরোজপুর এলাকায় একটি অবৈধ চুনা কারখানার দুটি চালু ভাটা,
স্পট-২ এ আষাঢ়িয়ার চর এলাকায় একটি অবৈধ চুনা কারখানার দুটি বন্ধ ভাটা এবং স্পট-৩ এ মল্লিকপাড়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার একটি চালু ও একটি বন্ধ ভাটা শনাক্ত করা হয়।

অভিযানকালে অবৈধ কারখানাগুলোর স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এসময় মল্লিকপাড়া এলাকার একটি চুনা কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হলেও কোনো এফআইআর দায়ের করা হয়নি।

তিতাস কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here