ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নে একটি ভোট কেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের দশআনি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অফিস কক্ষে আজ শনিবার রাত আটটার দিকে এ পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার পর প্রিজাইডিং অফিসারসহ উপস্থিত সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার সাথে সাথে সহকারী সিনিয়র পুলিশ সুপার তাছলিম হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এটি করছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
তিনি বলেন, রাত আনুমানিক আটটার দিকে কেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে নির্বাচনি সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় জানান, বোমা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সহকারী পুলিশ সুপার সার্কেল তাসলিম হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।