সোনাগাজীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, দুই যুবক গ্রেফতার

0

সোনাগাজীতে ভুট্টা ক্ষেতে নিয়ে ১৫ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে চরচান্দিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ওই কিশোরীকে শাকিব (২১) ও রাজিব (২০) নামে দুই বখাটে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বখাটেদের হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, শাকিব ও রাজিব দুজনই পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তারা দুইজন বন্ধু। তারা একাধিক অপকর্মের সঙ্গে জড়িত রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। তাদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here