সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে আজ থেকে ২ দিনব্যাপী সাহিত্যে মেলা শুরু হয়েছে। তরুণ ও প্রবীণ লেখকদের সমন্বয়ে অনুষ্ঠিত সাহিত্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের (সোনাইমুড়ী-চাটখিলে) এমপি এইচ এম ইব্রাহিম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সোনাইমুড়ি পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ।