সৈয়দপুর পৌর মেয়রের অপসারণের দাবিতে কাউন্সিলরদের বিক্ষোভ

0

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়রের বিরুদ্ধে নৈতিক স্খলন, অনিয়ম, দুর্নীতি ও টোলের টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) পৌরসভার ১৪ কাউন্সিলর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সৈয়দপুর রেলওয়ে মাঠে জড়ো হয়। পরে ১৪ জন কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীরা দুর্নীতিবাজ পৌর মেয়রের অপসারণের দাবিতে শ্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিল শেষে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর শাহীন হোসেন, কাউন্সিলর জোবায়দুল ইসলাম শাহীন, কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, কাউন্সিলর আব্দুল খালেক সাবু, মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, কাউন্সিলর রুবিনা শাকিল, সুধীজন মজিবুল হক, নারী নেত্রী আঞ্জুমান আরা, লোপা চৌধুরী, সনিয়া বেগম, সৈয়দ শাহজাদা আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়া সৈয়দপুরবাসীর জন্য লজ্জার। এই মেয়রের নৈতিক স্খলন, ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম ও টোলের টাকা আত্মসাৎ করে দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন। গত তিন বছরে শহরের ভাঙ্গাচোরা সড়ক উন্নয়ন না করে অর্থ লোপাটের মাধ্যমে তিনি নিজের উন্নয়ন করে চলেছেন। দুর্নীতিবাজ মেয়রের পদে থাকার আর কোন নৈতিক অধিকার নেই। বক্তারা মেয়রের অবিলম্বে অপসারণের দাবি জানান। অন্যথায় উন্নয়ন বঞ্চিত সৈয়দপুরবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি জানানো হয় সমাবেশ থেকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here