নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে খুঁজতে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। তিনি জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি।
সোমবার রাতে ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড কারখানায় ফতুল্লা মডেল থানার একটি দল এই অভিযান পরিচালনা করে। তবে সেখানে সাবেক এই সংসদ সদস্যকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, সেলিম ওসমান নারায়ণগঞ্জে আছেন এবং তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানেও যান। তবে আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এ তথ্য সঠিক নয়। তারপরও আলোচনার ভিত্তিতে আমরা রাতে হঠাৎ অভিযান চালাই। সেখানে তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। অবস্থান নিশ্চিত করা গেলে তাকে গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ ও ২০২৪ সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য। তিনি নিট পোশাক ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

