শাহরুখ খান, বলিউডের জনপ্রিয় অভিনেতা। ২০২৩ সালটা তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। কেননা, এ বছর দীর্ঘ চার বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছ তার সিনেমা। বক্স অফিস কাঁপিয়ে সাফল্য নিয়ে ফিরেছেন শাহরুখ খান। সম্প্রতি তার আগামী ছবির শুটিং করতে গিয়েছিলেন শ্রীনগরে। সেখানেও ভক্তদের থেকে পেয়েছেন বিপুল ভালবাসা। ‘ডাঙ্কি’র শুটিং শেষ করেই মুম্বাইয়ে ফিরছিলেন অভিনেতা। কিন্তু মুম্বাই বিমানবন্দরেই ঘটল এক অপ্রীতিকর কাণ্ড। ভক্তের আবদার না মিটিয়ে উল্টো ধাক্কা দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন নায়ক।
শাহরুখ এমনটা করতে পারেন? এই ভিডিও প্রকাশ্যে আসতেই সকলের মনে এই প্রশ্ন। এর আগে খেলার মাঠে একবার নিজের মেজাজ হারিয়েছিলেন অভিনেতা। তখনও তাকে নিয়ে চর্চা হয়েছিল বিপুল। এবার বিমানবন্দরের এই ঘটনা প্রকাশ্যে আসায় আবারও তাকে নিয়ে সমালোচনার শেষ নেই।
একদিকে তার ঝুলিতে বছরের বড় হিট। অন্যদিকে, মেয়ে সুহানা খানও পেশাদার জীবনে পা রেখেছেন। ছেলে আরিয়ান খান সদ্য একটি ফ্যাশন ব্র্যান্ড লঞ্চ করেছেন। যদিও শুরুতেই সমালোচনার মধ্যে পড়তে হয়েছে তাকে।
জানা গেছে, একটি ওয়েব সিরিজ পরিচালনার মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন আরিয়ান। ওই ওয়েব সিরিজের নাম রাখা হয়েছে ‘স্টারডম’। সিরিজে থাকতে চলেছে মোট ছ’টি এপিসোড। সব ঠিক থাকলে, চলতি বছরেই শুরু হয়ে যাবে ওয়েব সিরিজের শুটিং। ছেলের প্রথম সিরিজ প্রযোজনায় রয়েছে বাবার প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। সব মিলিয়ে শাহরুখ খানিকটা ‘হ্যাপি জোন’-এ বলা যায়।