সেরি আ’তে জমজমাট হয়ে উঠছে শিরোপার লড়াই

0
সেরি আ’তে জমজমাট হয়ে উঠছে শিরোপার লড়াই

ইতালিয়ান সেরি আ’তে শিরোপার লড়াই ক্রমেই আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। প্রতিটি রাউন্ডেই বদলে যাচ্ছে পয়েন্ট টেবিলের ওপরের তিন দলের অবস্থান। সর্বশেষ ম্যাচডেতে নাপোলি ও এসি মিলান হোঁচট খাওয়ায় সুযোগ কাজে লাগিয়ে শীর্ষে ফিরে এসেছে ইন্টার মিলান।

গত সপ্তাহে ১৪তম রাউন্ডে তিন শীর্ষ দলই জয় পেয়েছিল। ফলে মাত্র তিন দিনের ব্যবধানে তিনবার বদলে যায় লিগ লিডার। প্রথমে শীর্ষে ওঠে ইন্টার মিলান, এরপর নাপোলি তাদের ম্যাচ জিতে চূড়ায় উঠে যায়। সবশেষে এসি মিলান জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করে।

রবিবার ১৫তম রাউন্ডে তিন দলই মাঠে নামে। টানা তিন জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে খেলতে নেমে এসি মিলান সাস্সুয়োলোর সঙ্গে ২–২ গোলে ড্র করে। তাতে সাময়িকভাবে হলেও শীর্ষস্থান ধরে রাখে তারা।

এরপর মাঠে নামে নাপোলি। টানা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি গত মৌসুমের চ্যাম্পিয়নরা। উদিনেসের মাঠে ১–০ গোলে হেরে যায় তারা।

দিনের শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা ইন্টার মিলান জেনোয়ার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করলেও শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে টানা তৃতীয় লিগ জয় নিশ্চিত করে তারা। এই জয়ের মাধ্যমে আবারও সেরি আ’র শীর্ষস্থান দখল করে নেয় ইন্টার।

১৫তম রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ৩২ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, আর ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নাপোলি। শীর্ষ তিন দলের ব্যবধান এখন মাত্র দুই পয়েন্ট।

এদিকে, শীর্ষ তিনের থেকে চার পয়েন্ট পিছিয়ে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রোমা। শিরোপার লড়াই যে এখনও পুরোপুরি খোলা, সেটাই আবারও প্রমাণ করছে সেরি আ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here