চার বছর আগে ঘরের মাঠে পরিচিত উইকেটে আফগানিস্তানকে হারাতে চারজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল টাইগাররা। পরিচিত পরিবেশ, চেনা উইকেট- তারপরও সাকিব আল হাসানরা হেরেছিলেন পঞ্চম দিনের শেষ বেলায়। ২২৪ রানে হারা ম্যাচটি বাঁচানোর সুযোগ ছিল টাইগারদের। কিন্তু বৃষ্টির সুবিধা নিয়েও বাঁচাতে পারেনি। ‘রহস্যময়’ স্পিনার রশিদ খানের লেগ স্পিন জাদুতে হেরে যায় সাকিব বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত এই একটিই টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু শতভাগ পরিচিত পরিবেশে পেরে ওঠেননি সাকিবরা। হেরে যান। চার বছর পর আফগানিস্তানকে ফের আতিথেয়তা দিচ্ছে। এবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে না। একমাত্র টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
তবে সাগরিকার পাড়ে সেই হারের ক্ষত এখনো মোছেনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় তা স্পষ্ট। তাইতো আসছে জুনে একমাত্র টেস্টে বাংলাদেশ নামতে চায় সেরা দল নিয়ে, পরীক্ষা-নিরীক্ষা ভাবনাতেই নেই। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক।
শুক্রবার (১৯ মে) নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এভাবে বলেছেন প্রধান নির্বাচক। জুনের ১০ তারিখ আফগানিস্তান দল ঢাকায় পৌঁছাবে। মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ১৪ জুন। এই টেস্ট খেলে ভারত চলে যাবে আফগানিস্তান। এরপর ১ জুলাই পুনরায় বাংলাদেশ সফরে আসবে তারা। জুলাইতে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল।
সেরা দল নামাতে চাইলেও অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়ার সম্ভাবনা কম। তর্জনীর চোটে তিনি ছিটকে যান ৬ সপ্তাহের জন্য। টেস্টে না থাকলেও সাকিবকে অন্য দুই সংস্করণে পাওয়া যাবে বলে মনে করেন প্রধান নির্বাচক। তবে তার প্রত্যাশা ঘরের মাঠে টেস্টে বাংলাদেশ ভালো খেলবে।
প্রধান নির্বাচক বলেন, ‘বিগত টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে (মিরপুরে) ভালো খেলেছি। ভারতের সাথেও আমরা ভালো খেলেছি। খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ দিতে পারব। দেশের মাটিতে খেলা আশা করি ভালো খেলব।’