প্রকৌশলী ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড পেলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় ট্যাক্স কার্ড ও সেরা করদাতা সম্মাননা প্রদান-২০২৩ অনুষ্ঠিত হয়।
এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থসচিব খায়েরুজ্জামান চৌধুরী, এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রমুখ।