সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

0

জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে সৌম্য সরকার, অধিনায়ক সাইফ হাসান, জাকির হাসান, মাহামুদুল হাসান জয়, মোহাম্মদ নাইমদের। জাতীয় দলের এসব ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ‘এ’ দল খেলছে ইমার্জিং এশিয়া কাপে। আট দলের এ টুর্নামেন্টে সাইফের নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ‘এ’ গ্রুপে। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সাইফ বাহিনী।

আজ শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দিবারাত্রির ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে।

এই টুর্নামেন্টে যারা ভালো করেছেন তাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ক্যাম্পে রাখা হবে। নির্বাচক হাবিবুল বাশার ছেলেদের পারফরম্যান্সে খুশি।

তিনি বলেন, যখন যার দরকার পারফর্ম করেছে, কেউ খারাপ করলে অন্যজন পুষিয়ে দিয়েছে। সেমিফাইনালে একটু চাপ থাকেই। ভারত ভালো দল। তারা ভালো খেলছে। আমরাও প্রস্তুত। আশা করি, ভালো একটি ম্যাচ হবে। আমাদের প্রত্যাশা ফাইনাল খেলা।

আফগানিস্তানকে ২১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সাইফ হাসানের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here