সেফ এক্সিট নয়, আমরা চাই স্বাভাবিক এক্সিট : ধর্ম উপদেষ্টা

0
সেফ এক্সিট নয়, আমরা চাই স্বাভাবিক এক্সিট : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমরা নিজেরা সেফ এক্সিট চাই না, স্বাভাবিক এক্সিট চাই। দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের ঘরে থাকব। দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিদেশে পালিয়ে যাব না, কারণ আমার দ্বিতীয় কোনো ঘর নেই।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও প্রেসসচিব নিয়মিত তথ্য দিয়ে আসছেন। যদি কোনো শঙ্কা থাকে, সেটি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি শতভাগ।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র নয়, এটি একটি সেকুলার রাষ্ট্র। আমাদের সংবিধানও সেকুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হয়—এটি আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোনো ধর্মের উপদেষ্টা নই। এসব নিয়ে যারা কথা বলছেন, তারা অপপ্রচার করছেন। এসব কথায় কান দেওয়ার কিছু নেই।

সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here