সেপ্টেম্বরে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সেপ্টেম্বর মাসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছেন, বাকিংহাম প্যালেস তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য ‘সেপ্টেম্বরে একটি তারিখ নির্ধারণ করছে।’ 

তিনি বলেন, ‘আমি রাজা এবং দেশের পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছি — একটি অসাধারণ দেশ।’ এটি হবে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর, যা নজিরবিহীন এবং যার মাধ্যমে লন্ডন ট্রান্সআটলান্টিক সম্পর্ককে আরও জোরদার করতে চায়।

এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ওয়াশিংটন সফরের সময় রাজা চার্লসের পক্ষ থেকে ট্রাম্পকে একটি আমন্ত্রণপত্র দেন। যদিও এখনো পর্যন্ত বাকিংহাম প্যালেস সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি।

ট্রাম্প ২০১৯ সালে প্রথম দফার প্রেসিডেন্ট থাকা অবস্থায় রানী এলিজাবেথ দ্বিতীয়ের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন।

সাধারণত দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ দেওয়া হয় না— তাদের উইন্ডসরে রাজপরিবারের সঙ্গে চা বা মধ্যাহ্নভোজে অংশ নিতে ডাকা হয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে একটি ব্যতিক্রম হচ্ছে। রাজা চার্লস তার চিঠিতে স্কটল্যান্ডের ডামফ্রিস হাউস বা বালমোরালে সাক্ষাতের প্রস্তাব দিয়েছেন, যেখানে এই রাষ্ট্রীয় সফরের বিস্তারিত আলোচনা হবে।

স্কটল্যান্ডের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সংযোগও রয়েছে — তার মা লুইসের হেব্রাইডিয়ান দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এবং শৈশব কাটিয়েছেন। এ বছর তিনি তার মায়ের নামে একটি নতুন গলফ কোর্স অ্যাবারডিনশায়ারে চালু করার পরিকল্পনা করছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, তারা সেপ্টেম্বরের জন্য একটি তারিখ নির্ধারণ করছে।’

তিনি আরও বলেন, ‘তারা দ্বিতীয়বারের মতো একটি ‘উৎসব’ আয়োজন করতে যাচ্ছে। আর সেটিই এটি—একটি উৎসব। এটি দারুণ, এবং একজন ব্যক্তিকে দ্বিতীয়বার এমন কিছু করা এই প্রথম।’

ট্রাম্প বলেন, ‘আমি চার্লসের বন্ধু। আমি রাজা চার্লস ও রাজপরিবার, বিশেষ করে (উত্তরাধিকারী প্রিন্স) উইলিয়ামের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। আমরা পরিবারটির প্রতি গভীর শ্রদ্ধাবোধ পোষণ করি এবং এটি সত্যিই এক অসাধারণ সম্মান।’

৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা দীর্ঘদিন ধরেই ব্রিটিশ রাজপরিবারের একজন প্রকাশ্য সমর্থক।

বৃহস্পতিবার ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকা জানায়, রাজপরিবার ট্রাম্পকে লন্ডনের কাছে রাজা চার্লসের ঐতিহাসিক আবাস উইন্ডসর ক্যাসেলে স্বাগত জানাতে যাচ্ছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here