সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬

0
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬

গত সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। একইসঙ্গে অস্বস্তি বেড়েছে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতেও। সোমবার  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৬ শতাংশ, যা আগস্টে ছিল শতকরা ৮.২৯ শতাংশ। আগের বছরের সেপ্টেম্বরে এই হার ছিল ৯.৯২ শতাংশ।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশ হয়েছে, গত আগস্ট মাসে যেটি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। অস্বস্তি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিতেও। সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশে। আগস্ট মাসে যেটি ছিল ৭ দশমিক ৫০ শতাংশ।
 
এদিকে আগস্ট মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯০ শতাংশ থাকলেও সেপ্টেম্বর মাসে সেটি বেড়ে ৮ দশমিক ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ। এছাড়া সেপ্টেম্বর মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪০ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৯৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here