সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা, গাইবান্ধার যুবক কারাগারে

0
সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা, গাইবান্ধার যুবক কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত যুবকের নাম শাহানুর রহমান ওরফে দুলা (৩২)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকার চাঁদপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এর আগে ভোররাতে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের আবু হাছান আকন্দের ছেলে মাহমুদুল হাসান ইউসুফকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ২০২৪ সালে দুলা তার কাছ থেকে ৯ লাখ টাকা নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হন। বরং টাকা ফেরত দেওয়ার কথা বলে বারবার সময়ক্ষেপণ করতে থাকেন।

এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর বাবা আবু হাছান আকন্দ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর বাবা আবু হাছান আকন্দ বলেন, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সব টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুলাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here