সেদিন ড্রেসিংরুমে গিয়ে হায়দরাবাদের খেলোয়াড়দের কী বলেছিলেন কাব্য?

0

আইপিএলের অন্যতম পরিচিত মুখ সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান। গত রবিবার (২৬ মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে দলের একপেশে হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন কাব্য। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দলের এমন হারের পর ড্রেসিংরুমে গিয়ে প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন কাব্য। কী কথা বলেছেন সেই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

ফাইনালে হারলেও এই দলের ক্রিকেটারদের কোনো দোষারোপ করেননি মরান। বরং দল নিয়ে গর্বিত তিনি। তিনি বলেন, ‘তোমরা আমাদের গর্বিত করেছো। তোমরা কী ধরনের ক্রিকেট খেলেছো, সেটা কেকেআরও জানে। মন খারাপ করো না। ওইরকম মুখ করে থেকো না। আমরা গত মৌসুমে দশম হয়েছিলাম। এবার ফাইনাল খেললাম। এত মানুষ আমাদের সমর্থন জানাতে এলো। পরেরবার আরও শক্তিশালী হয়ে ফিরব।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here