দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ রেলস্টেশনে চাহিদার তুলনায় ট্রেনে আসন বরাদ্দ কম। এতে রেলযাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বাধ্য হয়ে অনেকে আবার বেশি দামে টিকিট ক্রয় করেন।
জানা যায়, সেতাবগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের টিকিট স্বল্পতা রয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা সকালের দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট মাত্র পাঁচটি। রাতে একতা ট্রেনের টিকিট সংখ্যা ১০টি। এছাড়া দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস সেতাবগঞ্জ রেলস্টেশনের উপর দিয়ে যাতায়াত করলেও কোনো যাত্রা বিরতি নেই।
সেতাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মো. মুক্তার হোসেন জানান, সকালে ৩০টি ও রাতে ৫০টি টিকিট সরবরাহ করলেই টিকিট প্রত্যাশীদের চাপ কমবে। এছাড়া দুপুরে পঞ্চগর এক্সপ্রেস এখানে যাত্রা বিরতি করলে রেলে ভ্রমণকারী মানুষরা উপকৃত হবেন। পঞ্চগড় এক্সপ্রেসের স্টপেজের দাবি দীর্ঘদিনের।