সেঞ্চুরি করেও যে কারণে তোপের মুখে বাবর আজম!

0

পাকিস্তান সুপার লিগে ৬০ বলে সেঞ্চুরি করেও সমালোচনার মুখে পড়েছেন বাবর আজম।  তার সমালোচনা করেছেন ধারাভাষ্যকার সাইমন ডুল।

রাওয়ালপিন্ডিতে গতকাল বুধবার আগে ব্যাটিং করে বাবরের সেঞ্চুরি, সাইম আইয়ুবের ফিফটিতে ২৪০ রান তোলে পেশোয়ার জালমি। তবে শেষ রক্ষা হয়নি। জেসন রয়ের ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংসে ১০ বল বাকি থাকতেই টার্গেট টপকে যায় কোয়েটা। পিএসএলে এটাই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

সাবেক নিউজিল্যান্ডে ফাস্ট বোলার ও বর্তমা ধারাভাষ্যকার সাইমন ডুলের আপত্তিটা এখানেই। বাবর দলের রানের চেয়ে নিজের সেঞ্চুরির বিষয়টিই গুরুত্ব দিয়েছে এমন ইঙ্গিত করে ডুল বলেছেন, ‘সেঞ্চুরি করা ভালো, পরিসংখ্যান তো দুর্দান্ত কিছুই। কিন্তু এরপরও দলকে সবার আগে রাখা উচিত।’

এর আগে বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানকে ধীরগতির ব্যাটিংয়ের কারণে স্বেচ্ছায় আউট হওয়ার পরামর্শ দিয়েছিলেন ডুল। সেই ম্যাচে বাবরের মতো ৬০ বলে সেঞ্চুরি করেন রিজওয়ান। তবে শুরুর দিকে মন্থরগতিতে ব্যাট করছিলেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বাবর চলতি মৌসুমে পিএসএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৪৩)। তবে পিএসএলে চলতি মৌসুমে শীর্ষ ১০ ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট বাবরের (১৪০)। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here