মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের দ্বিতীয় দিন বুধবার (০৫ এপ্রিল) সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম। ৮৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি করলেন তিনি।
আর দশম টেস্ট সেঞ্চুরিতে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালকে। ৭০ টেস্টে ১০টি সেঞ্চুরি আছে তামিমেরও। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বা-হাতি ব্যাটার মমিনুল হক। ৫৬ টেস্টে ১১টি সেঞ্চুরি করেছেন মমিনুল।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৮তম ওভারে অফ-স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে আউট হন মুশফিক। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৬৬ বলে ১২৬ রান করেন মুশি। মুমিনুল-তামিম-মুশফিকের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরি আছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ৬১ ম্যাচে ৬টি সেঞ্চুরি করেছেন অ্যাশ।