দুর্দান্ত এক সেঞ্চুরি করে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে জয়ের পথে নেতৃত্ব দিয়েছিলেন ড্যারেল মিচেল। তবে পরের ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কুচকিতে চোট পাওয়া এই অভিজ্ঞ ব্যাটার পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে সোমবার ক্রাইস্টচার্চ থেকে নেপিয়ারে যাওয়ার কথা নিউ জিল্যান্ড দলের। তবে বাকিদের সঙ্গে যাবেন না মিচেল। ক্রাইস্টচার্চে থেকেই কুচকির স্ক্যান করাবেন ৩৪ বছর বয়সী ব্যাটার।
এরই মধ্যে মিচেলের কাভার হিসেবে হেনরি নিকোলসকে দলে ডেকেছে নিউ জিল্যান্ড। গত এপ্রিলের পর আর ওয়ানডে খেলেননি নিকোলস। এছাড়া স্কোয়াডে আগে থেকেই আছেন আরেক ব্যাটার মার্ক চ্যাপম্যান।
শেষ পর্যন্ত মিচেল যদি ছিটকে যান, তাহলে আরও দীর্ঘ হবে নিউ জিল্যান্ডের চোটের তালিকা। এর মধ্যে পাঁজরের চোটে মোহাম্মদ আব্বাস, পায়ের চোটে ফিন অ্যালেন, হ্যামস্ট্রিংয়ের চোটে লকি ফার্গুসন ও বেন সিয়ার্স, গোড়ালির চোটে অ্যাডাম মিলনে, পিঠের চোটে উইল ও’রোক, কুচকির চোটে গ্লেন ফিলিপস মাঠের বাইরে আছে।
ইংল্যান্ডের বিপক্ষে হালকা চোট পাওয়া কেন উইলিয়ামসনকেও রাখা হয়নি ওয়ানডে দলে। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির দিকে নজর দিয়েছেন অভিজ্ঞ ব্যাটার।

