রাজধানীর সেগুনবাগিচা এলাকায় পুলিশের মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। শনিবার বিকালে এ আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। এসময় লাঠিসোঁটা হাতে নিয়ে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
এ দিকে বিএনপির সমাবেশ চলাকালীন সময়ে বিজয়নগর-কাকরাইল-রমনা এলাকায় পুলিশের সঙ্গে নেতাকমীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে পুলিশ সমাবেশের দুদিকে অবস্থান নেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু এবং সংঘর্ষ হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা স্টেজ ছেড়ে সমাবেশস্থল থেকে বেরিয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় পূর্ব ঘোষিত সমাবেশ।