‘সেকশন ৮৪’তে অমিতাভ

0

বাঙালি নির্মাতা ঋভু দাশগুপ্তের সিনেমা ‘সেকশন ৮৪’তে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। প্রায় ছয় বছর পর ফের আদালতে দেখা যাবে বলিউড মেগাস্টারকে।

নতুন সিনেমার খবর নিজেই টুইটারে জানিয়েছেন বিগ বি। ‘কোর্টরুম’ বা আদলত কক্ষ নিয়ে গড়ে ওঠা কাহিনীর এই সিনেমায় অমিতাভই প্রধান চরিত্রে অভিনয় করবেন।

বিগ বির তার টুইটে লিখেছেন, ‘আবারও সৃষ্টিশীল মানুষটির নতুন উদ্যোগের সঙ্গে শামিল হলাম, এই ধরনের সিনেমা প্রতিবার আমার দিকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়।’ 

‘সেকশন ৮৪’ ঋভু দাশগুপ্তর সঙ্গে অমিতাভের তৃতীয় কাজ। এর আগে ২০১৪ সালে ঋভুর টেলিভিশন সিরিজ ‘যুদ্ধ’তে অভিনয় করেন তিনি। এর দু’বছর বাদে ২০১৬ সালে ‘টিইথ্রিএন’ থ্রিলার সিনেমাতেও ঋভু নিয়ে আসেন এই মহাতারকাকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here