সেই বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত বাতিল করল সুপ্রিম কোর্ট

0

বিলকিস বানুর মামলায় মেয়াদ শেষের আগে ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টে । 

খবর অনুসারে, মুক্তি পাওয়া ওই ১১ জন ধর্ষককে আবার কারাগারে ফেরত যেতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলার শুনানি চলবে।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো এক্তিয়ারই ছিল না গুজরাট সরকারের। যেহেতু মামলার শুনানি মহারাষ্ট্রে হয়েছে, তাই মহারাষ্ট্র সরকারই পারে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে। 

২০২২ সালের ১৫ অগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিসকাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। এই ঘটনায় সারাবিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here