সেই দুলাল ফকিরের জালে ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

0

পিরোজপুরের ইন্দুরকানীর দুলাল ফকিরের জালে আবারও ধরা পড়ল ২৫ লাখ টাকার ১২০টি লাক্ষা মাছ। শনিবার সকালে মাছগুলো পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে বিক্রি হয় বলে জানান মৎস্য আড়তদার মো. ফেরদৌস হোসেন।  

এর আগে গত ১৬ মার্চ এই দুলাল ফকিরের জালে ধরা পড়ে ৯২টি লাক্ষা মাছ, যা ২০ লাখ টাকায় বিক্রি করেন তিনি। এর ১৪ দিনের মাথায় আবারও ২৫ লাখ টাকার লাক্ষা মাছ বিক্রি করেন ওই জেলে।

ট্রলারের জেলেরা বলেন, ১৪ দিন আগে আমরা জাল, বরফ ও রসদ বোঝাই করে সাগরে যাই। আমরা অন্যান্য মাছের সঙ্গে এবারও ১২০টি লাক্ষা মাছ পেয়েছি। ২৫ লাখ টাকায় মাছ বিক্রি হয়েছে। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।

এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হলেও আড়তদারী বাদ দিয়ে আগেরবার ২০ লাখ এবং এবার ২৫ লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের আড়তদার মো. মোহসিন জানান, শনিবার দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলার মাছ নিয়ে আড়তে আসে। পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়েছে। প্রতিটি লাক্ষা মাছের ওজন তিন থেকে সাত কেজি। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here