সূর্যের তেজে ছারখার আরসিবি, পয়েন্ট টেবিলের তিনে মুম্বাই

0

সূর্যের তেজে ওয়াংখেড়েতে ছারখার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। মঙ্গলবার (৯ মে) কোহলিদের হারিয়ে তিন নম্বরে উঠে এল মুম্বাই ইন্ডিয়ান্স। সৌজন্যে সূর্যকুমার যাদবের অতিমানবীয় ইনিংস। ৩৫ বলে ৮৩ রান করেন তিনি। বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি ছয়, ৭টি চার। একাই আরসিবিকে হারিয়ে দেন সূর্য। 

শেষ ছয় ইনিংসের মধ্যে চারটিতে অর্ধশতরান। কেন সূর্যকুমার যাদব টি-২০ ক্রিকেটের সেরা ব্যাটার সেটা আরও একবার প্রমাণিত হল। এদিন সূর্যকে যোগ্য সঙ্গত দেন নেহাল ওয়াদহেরা। ৩টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ৩৪ বলে ৫২ রানে অপরাজিত থাকেন মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার। 

টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। প্রথম ওভারেই সাফল্য পায় মুম্বাই। ইনিংসের পঞ্চম বলে মাত্র ১ রানে ফিরে যান বিরাট কোহলি। ওয়ান ডাউনে নেমে ব্যর্থ অনুজ রাওয়াত (৬)। মাত্র ১৬ রানে ২ উইকেট হারায় ব্যাঙ্গালুর। এরপরই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। বিগ থ্রির মধ্যে রান পায় দু’জন। তৃতীয় উইকেটে ১২০ রান যোগ করেন ফ্যাফ ডু’প্লেসি-গ্লেন ম্যাক্সওয়েল। শেষ তিন ম্যাচে রান না পেলেও এদিন আবার জ্বলে ওঠেন অজি তারকা। ৩৩ বলে ৬৮ রান করেন ম্যাক্সওয়েল। তাতে ছিল ৪টি ছয় এবং ৮টি চার। 

উইকেটের অন্য প্রান্তে ধারাবাহিকতা অব্যাহত ডু’প্লেসির। ৪১ বলে ৬৫ রান করেন আরসিবির অধিনায়ক। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ৫টি চার। আগের দিন ছন্দে থাকা মাহিপাল লোমরোর রান পাননি (১)। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন দীনেশ কার্তিক (৩০)। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে আরসিবি। 

পাল্টা ব্যাট করতে নেমে শুরুটা মারকুটে মেজাজে করেন ঈশান কিষাণ। ৪টি চার এবং ছয়ের সাহায্যে ২১ বলে ৪২ রান করে আউট হন এই উইকেটকিপার-ব্যাটার। তবে আবার ব্যর্থ রোহিত শর্মা। এদিনও রানের খরা অব্যাহত। মাত্র ৭ রানে আউট হন মুম্বাইয়ের নেতা। কিন্তু অনায়াসে মুম্বাইয়ের বৈতরণী পার করেন সূর্যকুমার এবং নেহাল। তৃতীয় উইকেটে ১৪০ রান যোগ করে এই জুটি। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here