সূর্যকুমারের সেঞ্চুরি, মুম্বাইয়ের দাপুটে জয়

0

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেবিল টপার গুজরাট টাইটান্সকে ২৭ রানে হারায় রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ক্যারিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি তুলে নিয়েছেন সূর্যকুমার যাদব।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রান তোলে মুম্বাই। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারানো গুজরাট থামে ১৯১ রানে। শেষ দিকে ৩২ বলে ৩ চার ও ১০ ছক্কায় ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেললেও দলের হার এড়াতে পারেননি রশিদ খান। বল হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। কিন্তু তার অলরাউন্ড পারফরম্যান্সের পুরোটাই ফিকে হয়ে যায় সূর্যের উত্তাপের কাছে।  

তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে গুজরাট। ডেভিড মিলার কিছুটা আশা জুগিয়েছিলেন বটে। তবে ২৬ বলে ৪১ রান করেই থামেন তিনি। গুজরাটের জয়ের সম্ভাবনাও তাতে নিভে যায় অনেকটাই। তাই রশিদ খানের ঝড়ও মুম্বাইয়ের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেনি। মুম্বাইয়ের হয়ে ৩ উইকেট নেন আকাশ মাধওয়াল।

এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলো মুম্বাই। এখনও দু’টি ম্যাচ বাকি রয়েছে তাদের। গুজরাট শীর্ষেই রয়েছে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here