সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

0
সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১১ ও ১ হাজার ৮৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এই সময়ের মধ্যে ডিএসইতে ৭৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিএসসি, রহিম টেক্সটাইল, সায়হাম কটন, মুন্নু ফেব্রিকস, ইস্টার্ন লুব্রিকেন্টস, রহিমা ফুড, মুন্নু এগ্রো, খান ব্রাদার্স ও শাহজিবাজার পাওয়ার।

এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ২ পয়েন্ট বৃদ্ধি পায়। পরে সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬১৬ পয়েন্টে দাঁড়ায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে দর বেড়েছে ১৬টি কোম্পানির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here