সূচকের ঊর্ধ্বমুখী ধারায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৭ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮২ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১০ ও ১ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে ৫৩ কোটি ১৭ লাখ টাকার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৬টির শেয়ারদর বেড়েছে, ৫৫টির কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— ডাচ বাংলা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, আরডি ফুড, রহিমা ফুড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, হাক্কানি পাল্প, শাহজিবাজার পাওয়ার, সায়হাম কটন, মালেক স্পিনিং ও সিটি ব্যাংক।
এর আগে লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে যায়। পরে সকাল ১০টা ১০ মিনিটে সূচক কিছুটা কমলেও আবার ঊর্ধ্বমুখী ধারা ফিরে পায়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে প্রায় ১২ লাখ টাকার। এ সময় ৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৫টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।

