সুস্থ হয়ে শুটিংয়ে ফিরলেন মিঠুন চক্রবর্তী

0

গত ১০ ফেব্রুয়ারি সিনেমার শুটিং চলাকালীন অসুস্থবোধ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পরে সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান অভিনেতা।

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসকদের পরামর্শ মতো বিগত কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল সোমবার চেনা ছন্দে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি।

মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এই সিনেমার শুটিং নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার অভিনেতার প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here