সুস্থতার জন্য নখের সুরক্ষায় খেয়াল রাখুন

0

নখের সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচ্ছন্নতা। জলপাই তেল, দুধের সর ও অ্যাসিটোনমুক্ত নেইল পলিশ রিমুভারের ব্যবহার নখকে পরিষ্কার ও সুস্থ রাখে। 

জলপাই তেল ও নেইল পলিশ রিমুভারের ক্ষেত্রে ভালো ব্র্যান্ড বাছাই করুন। আর দুধের সর ঘরে বানিয়ে নিতে পারেন। নখের পরিচর্যার কিছু টিপস নিচে দেওয়া হলো-

২. হাত ভালো করে ধুয়ে হ্যান্ড ক্রিম লাগান। এতে হাত শুকাবে না। সাধারণত শুষ্ক নখ বেশি ভাঙে।

৩. শুষ্কতা এড়াতে অ্যাসিটোনমুক্ত নেইল পলিশ রিমুভার ব্যবহার করুন।

৪. দুধের সর লাগিয়ে হালকাভাবে নখে ম্যাসাজ করুন।

৫. ভালো মানের নেইল বাফার ব্লক দিয়ে ফিনিশিং দিন। এটি নখে রক্ত সঞ্চালনে সাহায্য করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here