সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের চরম শত্রু : রিজভী

0

দেশে সুষ্ঠু নির্বাচন ক্ষমতাসীন আওয়ামী লীগের চরম শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানবাধিকারের এবং গণতন্ত্রের কথা বললে আওয়ামী লীগ রিয়্যাক্ট করে। কেন করে? কারণ তারা তো এসব করেছেন। তারা যদি এই কাজগুলো না করতেন তাহলে প্রতিক্রিয়া হবে কেন? আমরা যদি মানবাধিকারের কথা বলি তাহলে তারা প্রচণ্ড রেগে যায়, তা বলা যাবে না! সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের চরম শত্রু।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here