নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আসন্ন ৫টি সিটি করপোরেশন নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়, তাহলে আসন্ন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের প্রতি দেশবাসী, রাজনৈতিক দলসমূহ এবং সারা বিশ্ববাসীর মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি কাজ করবে, যাতে পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
শনিবার দুপুরে গাজীপুরের মহানগরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাসিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।