সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে ৪ দাবি গণমুক্তি জোটের

0

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে চার দফা দাবি জানিয়েছেন গণমুক্তি জোটের নেতারা। বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণমুক্তি জোট আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের দাবিতে বর্তমান প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তারা এ কথা বলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ৫২ বছরে কোনো শাসক দলই স্বাধীনতার অঙ্গীকার-সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা বাস্তবায়ন করতে পারেনি। উল্টো দুর্নীতি, বৈষম্য, মতপ্রকাশে বাধা, টাকা পাচার, ভোট ডাকাতি ও সন্ত্রাস কায়েম করেছে। সে কারণে বড় দুই দলকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে বর্জন করতে হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। 

জোটের পক্ষ থেকে চার দফা দাবিগুলো হচ্ছে- তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে দিতে হবে; মন্ত্রীসভা ছোট করতে হবে এবং মন্ত্রীসভায় বিরোধী দলগুলোর প্রতিনিধি যুক্ত করতে হবে; স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে সরাসরি নির্বাচন কমিশনের অধীনে আনতে হবে; নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে আইন সংশোধন করতে হবে যাতে সরকার নির্বাচন কমিশনের আদেশ নির্দেশ মেনে চলতে বাধ্য থাকে।

এসময় সভায় উপস্থিত ছিলেন গণমুক্তির জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, প্রধান মুখপাত্র কাসেম মাসুদ, প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না, কো-চেয়ারম্যান ড. এ আর খান, আখতার হোসেন, সমন্বয়ক আমিনা খাতুন ও রাজু আহমেদসহ জোটের অন্যান্য সদস্যরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here