সুরঙ্গে আটকা ৪০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

0

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে থাকা প্রায় ৪০ হামাস যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার ওই এলাকায় অভিযান চালিয়ে হামাস যোদ্ধাদের হত্যা করা হয়েছে। খবর রয়টার্সের

ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে রাফার বিভিন্ন সুড়ঙ্গে প্রায় ২০০ জন হামাস যোদ্ধা আটকা রয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, এই যোদ্ধাদের মধ্যে কেউ কেউ সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, যার ফলে অনেকে নিহত হয়েছেন এবং কেউ কেউ আত্মসমর্পণ করেছেন।

ওয়াশিংটনসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণের বিনিময়ে উপত্যকার অন্যান্য অঞ্চলে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য চুক্তি আলোচনা শুরু করেছিলেন। তবে আলোচনা ভেস্তে যাওয়ায় রাফার সুড়ঙ্গে এখনও বহু হামাস যোদ্ধা আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওই চুক্তি গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্র করার বৃহত্তর প্রক্রিয়ার পরীক্ষা হবে।

বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় কমান্ডার রয়েছেন। এছাড়াও নিহতদের মধ্যে হামাসের নির্বাসিত নেতা গাজি হামাদের ছেলে রয়েছে।

হামাসের কয়েকটি সূত্র কমান্ডার মোহাম্মদ আল-বাওয়াবের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এছাড়া দক্ষিণ গাজার বিভিন্ন সুড়ঙ্গে কতজন যোদ্ধা এখনও আটকা আছেন বা সংঘর্ষে কতজন নিহত হয়েছে, সে বিষয়ে হামাস কোনো তথ্য দেয়নি।

গাজায় অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী একটি গোষ্ঠীর মুখপাত্রও ইসরায়েলি বাহিনীর ৪০ হামাস যোদ্ধাকে হত্যার দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here