টেস্ট ক্যারিয়ারের সন্ধিক্ষণে থাকা ডেভিড ওয়ার্নারকে টেস্ট বিশ্বকাপের ফাইনাল এবং অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য দল সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পরে অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়েছে। সেখানে সবচেয়ে বেশি কৌতূহল টপ অর্ডার নিয়েই। আলোচনা কেন্দ্রে এখানে ওয়ার্নার।
অভিজ্ঞ ওপেনারের ফর্ম নিয়ে কাটাছেঁড়া চলছে বেশ কিছু দিন ধরেই। দলে জায়গা হারানোর দুয়ারে দাঁড়িয়ে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি উপহার দেন তিনি। ওই ইনিংসের আগে টানা ১০ ইনিংসে তার কোনো ফিফটি ছিল না। ডাবল সেঞ্চুরির পর চার ইনিংসে আবার ১৫ রানও পার হতে পারেননি। সব মিলিয়ে গত ৩২ ইনিংসে তার সেঞ্চুরি ওই একটিই। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে ভারত সফর অর্ধসমাপ্ত রেখেই দেশে ফেরেন তিনি কনুইয়ের চোট নিয়ে।
টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৪ বার আউট হয়েছেন তিনি স্টুয়ার্ট ব্রডের বলে, ১০ বার আউট হয়েছেন জিমি অ্যান্ডারসনের বলে। এবারও ওয়ার্নারের জন্য বিভীষিকা হতে প্রস্তুতি নিচ্ছেন ইংল্যান্ডের পেসাররা। কনুইয়ে চোট কাটিয়ে চলতি আইপিএলে খেলছেন তিনি। সেখানে রান পেলেও তিনি চেনা চেহারায় নেই। তুমুল সমালোচনার জন্ম দিয়েছে তার স্ট্রাইক রেট। তবে তার অভিজ্ঞতায় ভরসা রেখে ওভালে ৭ জুন শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মূল একাদশে তাকে রাখার সম্ভাবনা প্রবল।
বিশ্বকাপের ফাইনাল ও অ্যাশেজে টিকে থাকায় বলাই যায়, ওয়ার্নারের ভাগ্য বটে! তবে শেষ সুযোগ কাজে লাগাতে না পারলে কপাল পুড়বে তারকা ওপেনারের। কেননা, অস্ট্রেলিয়া দলে ওপেনার অপশন তিনটি-মার্কাস হ্যারিস, ম্যাট রেনশো এবং উসমান খাওজা। এদিকে ক্যামেরন গ্রিনের ব্যাক-আপ হিসেবে টেস্ট পরিকল্পনায় ফেরানো হয়েছে মিচেল মার্শকে। ২০১৯ সালের পর প্রথমবার সাদা জার্সির দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। কিপার-ব্যাটার হিসেবে রাখা হয়েছে ইংলিশ বংশোদ্ভূত জশ ইনগ্লিস ও অ্যালেক্স ক্যারিকে।