চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ’র কণ্ঠে শোনা গেল রবীন্দ্রসংগীত। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ শিরোনামের জনপ্রিয় রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন সুবাহ। গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লালিন।
গত সোমবার সুবাহর নিজের ইউটিউব চ্যানেলে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। গানটির চিত্রগ্রহণ, পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহাগ খান এসকে।
তিনি আরও বলেন, আমি অভিনয়কে ভালোবাসি, তবে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও থাকতে চাই। তাই নজরুল সংগীত ও কিছু নতুন মৌলিক গান এবং পুরোনো গানের কভার আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবো।