বগুড়া সদর উপজেলার গোলাগাড়ী গ্রামের সুবর্ণা রানীর বয়স এখন ১২ বছর। স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। জন্মের আগে থেকেই তার বাবা কারাবন্দি। জয়পুরহাটে কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে একটি মামলায় সেই যে কারাগারে গেলেন তার বাবা, আর বের হতে পারেননি।
এ কারণে শিশু সুবর্ণাকে রেখে মা অন্যত্র বিয়ে করেন। বাধ্য হয়ে সুবর্ণার প্রতিপালনের দায়িত্ব পড়ে তার দাদা-দাদির কাঁধে। বৃদ্ধ দাদা নিজের সংসার চালাতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে সুবর্ণার লেখাপড়ার খরচ জোগানো প্রায় অসম্ভব। সুবর্ণার এই করুণ কাহিনি জানার পর তাকে বগুড়ার হাপুনিয়াপাড়ায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে নেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
একদিকে সেলাই মেশিন, সেই সঙ্গে শিক্ষাবৃত্তির ঘোষণা পেয়ে সুবর্ণার চোখ আনন্দে টলমল করে ওঠে। আপ্লুত সুবর্ণা বলে, ‘এখন আর পড়ার খরচের টেনশন থাকল না। সেলাইয়ের কাজ করে নিজের খরচ জোগাড় করতে পারব। আমার স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ করে দিল বসুন্ধরা গ্রুপ।’