নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নিহত করিমের মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার দিনগত রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় এবং নিহত পরিবারের লোকজনের ধারণা, দুর্বৃত্তরা করিমকে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।