এশিয়ান টিভিতে শুরু হচ্ছে সুফি সংগীতের নতুন অনুষ্ঠান ‘মরমিয়া’। বহুত্ববাদী মাইজভান্ডারী দর্শন, ধর্ম, বর্ণ, মত, পথ ও জাতি নির্বিশেষে সব মানুষের অন্তরে শ্রদ্ধাপূর্ণ অবস্থানে থেকে পবিত্র কোরআন হাদিসের আলোয় বহুত্ববাদী সমাজে সবার সঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করার শিক্ষা দেয়।
সুর ও তালে স্রষ্টার স্মরণ এ দর্শনের একটি অনুষঙ্গ যা মাইজভান্ডারী সংগীত ও মরমী সংগীত প্রোজ্জ্বল। এর ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি সাজানো হয়েছে যা এশিয়ান টেলিভিশনে প্রচারিত হবে প্রতি মাসের শেষ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে।