সুপ্রিম কোর্ট বারের ভোট গণনার সময় হামলার ঘটনায় গণতান্ত্রিক আইনজীবী সমিতির নিন্দা

0

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কমিটির নির্বাচনের ভোট গণনার সময় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মো. ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী এ নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বারে ভোট গণনার সময় এ ধরনের সন্ত্রাসী হামলা, ব্যালট বাক্স ছিনতাই দেশের ইতিহাসে নজিরবিহীন এবং ন্যাক্কারজনক। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও এর মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক নিশ্চিত করা দাবী জানাচ্ছি।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here