সুপ্রিম কোর্টের রায়, ‘ব্যাট’ প্রতীক পাচ্ছে না ইমরান খানের দল

0

পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ‘ব্যাট’ প্রতীক পাচ্ছে না। শনিবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর খবরে বলা হয়, দুই দিন শুনানি নিয়ে তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেওয়ার রায় দিলেন। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি।

 পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। বিষয়টি পিটিআই ও ইসিপির আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

গত ২২ ডিসেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সাধারণ নির্বাচনে পিটিআইকে তাদের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইসিপি বলে, তারা তাদের প্রচলিত সংবিধান এবং নির্বাচনী আইন অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। পরে পেশোয়ারের একটি আদালত পিটিআইকে ব্যাট প্রতীক ফিরিয়ে দেয়।

শুক্রবার শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক ‘ব্যাট’  ফিরিয়ে দেওয়া পেশোয়ার হাইকোর্টের আদেশ প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ।

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা বলেন, গণতন্ত্র একটি মৌলিক অধিকার যা একটি দেশ এবং একটি রাজনৈতিক দল উভয়ক্ষেত্রেই থাকা উচিত। সূত্র: ডন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here