সুপার লিগ শুরু পহেলা মে

0

আগেই জানানো হয়েছিল ঈদের আগে লিগ পর্ব ও পরে হবে সুপার লিগ। গত সোমবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব।

ঈদের পর ছয় দল মাঠে নামবে সুপার লিগের লড়াইয়ে। কবে শুরু হবে এই পর্ব ও কীভাবে হবে এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠকে বসে সিসিডিএম।

কয়টি ভেন্যুতে ও কবে খেলা হবে এ নিয়ে তিনি বলেন, ‘সব ঠিক থাকলে মে মাসের ১৪ তারিখ শেষ হবে প্রিমিয়ার লিগ, রেলিগেশন লিগ শেষ হবে ৯ মে। খেলা হবে ৪ ভেন্যুতে, এর মধ্যে একটা ভেন্যুতে শুধু রেলিগেশন লিগই হবে। বাকি ৩টায় চলবে সুপার লিগ। মিরপুরকে তো আমরা পুরোপুরি পাচ্ছি। ৪ ভেন্যুতে খেলা চালালে আমাদের রিজার্ভ ডে ও রেস্ট ডে’র হিসেবটা ঠিক থাকবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here